মার্কেটিং-এ এআই এবং অটোমেশনের ব্যবহার

বিগত কয়েক বছরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশন প্রযুক্তিটি বিভিন্ন শিল্পে ব্যাপক বিপ্লব ঘটিয়েছে। মার্কেটিংও এর প্রবণতা ব্যতিক্রম নয়। এআই এবং অটোমেশনের উত্থান মার্কেটিং এর কৌশল ও বিস্তারকে আরও দক্ষ এবং ফলপ্রসূ করে তুলেছে।
আমরা আজকে জানবো মার্কেটিং-এ কিছু এআই এবং অটোমেশন স্ট্র্যাটেজিটি ও টুলস নিয়ে। এই স্ট্রাটেজিটি ও টুলস ব্যাবহার করে ছোট বিজনেস গুলোকে বিলিয়ন ডলার এর বিজনেস হতে ভূমিকা রেখেছে।
মার্কেটিং-এ এআই এবং অটোমেশন ব্যাবহার জানার পূর্বে আমাদের জানতে হবে এআই এবং অটোমেশন কী? চলুন ছোট্ট করে তা জেনে নেই।
এআই কী?

অটোমেশন কী?

অটোমেশন হলো মানুষের সহায়তা ছাড়াই কাজ করার একটি পদ্ধতি। এটি কম্পিউটার প্রোগ্রাম বা সিস্টেম এর মাধ্যমে কাজ করে। অটোমেশনকে ভিন্ন ভিন্ন প্রোগ্রামের মাধ্যমে প্রয়োজন মত করে বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে।
অটোমেশন এর মাধ্যমে বিভিন্ন কাজ করা যেতে পারে। যেমন: দৈনন্দিন কাজগুলিকে অটোমেটিক করা, অটোমেটিক সেবা প্রদান করা, বিশ্লেষণ ও তথ্য সংগ্রহ করে রিপোর্ট প্রস্তুত করা, ইত্যাদি।
এখন চিন্তা করুন এআই এবং অটোমেশন এর এই ক্ষমতা গুলো আপনি মার্কেটিং এ কিভাবে কাজে লাগাবেন?
আমরা নিচে বেশ কিছু স্ট্র্যাটেজি লিস্ট তৈরী করেছি। সেগুলো ব্যাবহার করে আপনি আপনার ব্যবসার বিস্তার ঘটাতে পারবেন। চলুন জেনে আসি সেই স্ট্র্যাটেজি গুলো কি।
মার্কেটিং-এ এআই এবং অটোমেশন এর ১০ টি স্ট্র্যাটেজি এবং টুলস

চ্যাটবট এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
অন্যদিকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আরও উন্নত ধরনের চ্যাটবট যা আরও জটিল কাজ করতে পারে, যেমন কল করা, ইমেইল পাঠানো বা ক্যালেন্ডার পরিচালনা করা।
ওয়েবসাইটের জন্য পপুলার চ্যাটবট টুলস এর মধ্যে আছে:
বিহেভিয়ারাল টার্গেটিং
বিহেভিয়রাল টার্গেটিং হল একটি মার্কেটিং কৌশল যা গ্রাহকদের আচরণের উপর ভিত্তি করে টার্গেট করা হয়।
বিহেভিয়রাল টার্গেটিং কীভাবে কাজ করে?
বিহেভিয়রাল টার্গেটিং সিস্টেমগুলি একজন গ্রাহক ওয়েবসাইটে কীভাবে আচরণ করে তা ট্র্যাক করে। এটি তাদের দেখা পণ্য, ক্লিক করা বিজ্ঞাপন এবং কেনা পণ্যগুলি রেকর্ড করে। এই তথ্যটি ব্যবহার করে গ্রাহকদের পার্সোনালাইজড ইমেইল, এসএমএস পাঠায়, এছাড়াও কাস্টমারকে চাহিদা অনুযায়ী পণ্য দেখায়। স্ট্রাটেজিটি অনেক কার্যকরী কারণ কাস্টমাদের পণ্য কেনার দিকে সাইকোলজিকাল প্রভাব সৃষ্টি করে। তাই এটি ই-কমার্স বিজনেস-এ ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া মেটা অ্যাডস, গুগল অ্যাডস বা অন্যান্য অ্যাডস মিডিয়াগুলোতে এটি ব্যাবহার হয়।
কাস্টম কোড এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে বিহেভিয়রাল টার্গেটিং সেট করতে পারেন। অথবা,
Segment
HubSpot Behavioral Targeting
Omnisend
পার্সোনালাইজড প্রোডাক্ট বান্ডেলস
পার্সোনালাইজড প্রোডাক্ট বান্ডেলস বিহেভিয়রাল টার্গেটিং এর ক্ষুদ্র একটি পার্ট। এই মার্কেটিং কৌশলটি গ্রাহকদের জন্য কাস্টমাইজড পণ্য বা সেবার প্যাকেজ তৈরি করে। এই প্যাকেজগুলি গ্রাহকদের আগ্রহ, পছন্দ এবং কেনাকাটার হিস্ট্রির উপর ভিত্তি করে তৈরি করে।
এই কৌশলটি ই-কমার্স, সাবস্ক্রিপশন বক্স, ট্রাভেল বিজনেস এ বেশ কার্যকরী।
আপনার ওয়েবসাইট যদি ওয়ার্ডপ্রেস এ হয় তাহলে woocommerce প্লাগইন এর মাধ্যমে এটি সেট করতে পারবেন। এছাড়া কাস্টম বিল্ড ওয়েবসাইট গুলোতে কোড এর মাধ্যমে তৈরি করে নিতে পারবেন।
অটোমেটেড কনটেন্ট জেনারেশন
এআই সিস্টেম ব্যবহার করে অটোমেটেড কনটেন্ট তৈরি করা হয়। বর্তমানে এই প্রযুক্তিটি বিভিন্ন ধরনের কনটেন্ট তৈরি করতে পারে, যেমন ব্লগ, সোশাল মিডিয়া পোস্ট, প্রেস রিলিজ, প্রোডাক্ট এর বিবরণ এমনকি কপি রাইটিং ও করা যায়। এর ব্যাবহার দিনে দিনে বেড়েই চলছে কারণ এটি টাইম সেভ করে পাশাপাশি কাজ এর গতি বাড়ায়। তাই এটি ব্যবসা সম্প্রসারণের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
সব থেকে বেশি ব্যবহৃত কন্টেন্ট জেনারেশন টুলস গুলো হল:
ChatGPT
Google Gemini
Microsoft Copilot
ফ্রড ডিটেকশন
ব্যবসায় ফ্রড ডিটেকশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে অনলাইন ব্যবসায়। কারণ এই ঘটনা অনলাইন ব্যবসাগুলোতে বেশি হয় এবং এটি দিনে দিনে বাড়ছে।
ফ্রডগুলির মধ্যে সব থেকে কমন হচ্ছে,
বিজ্ঞাপনে কৃত্রিমভাবে ক্লিক করা, ভুয়া লিড তৈরি করা, অবৈধভাবে কুপন কোড ব্যবহার করা, ভুয়া রিভিউ দেয়া, কার্ড ইনফরমেশন চুরি করা, ইত্যাদি।
এই ফ্রডগুলি সকল ব্যবসার জন্য আইডেন্টিফাই করা গুরুত্বপূর্ণ কারণ এটি আর্থিক ক্ষতির পাশাপাশি ব্র্যান্ড ইমেজকেও ক্ষতি করে।
তবে ফ্রড ডিটেকশন ইমপ্লিমেন্ট করা তুলনামূলক ভাবে একটু জটিল কাজ। এই ফ্রডগুলি থেকে বাঁচতে হলে আপনার ওয়েবসাইট খুব সিকিউর এবং আপটুডেট থাকতে হবে। এর জন্য কিছু অ্যাডভান্সড টেকনোলজি ব্যবহার করতে পারেন। যেমন: মেশিন লার্নিং, এআই টেকনোলজি। যেটি ওয়েবসাইটের ফ্রড রোধ করতে বহুল বেবহৃত হয়।
ইমেইল মার্কেটিং অটোমেশন
গ্রাহকদের সাথে রেগুলার যোগাযোগ বা ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে ইমেইল অটোমেশন এর বিকল্প নেই। কারণ আপনাকে একজন এর সাথে নয়, প্রতিদিন হাজার হাজার গ্রাহকদের সাথে যোগাযোগ করতে হয়। অটোমেশন ছাড়া এই কাজটি আপনার করতে সারাদিন লেগে যাবে যেখানে কিছু টুলস ব্যাবহার করে কয়েক মিনিটে এই কাজ করা যায়।
ইমেইল মার্কেটিং অটোমেশনের জন্য পপুলার কিছু টুলস:
Mailchimp
HubSpot
ActiveCampaign
MailerLite
GetResponse
সোশ্যাল মিডিয়া টুলস
বর্তমানে টপ সোশ্যাল মিডিয়া টুলস গুলো হল:
Hootsuite
Buffer
Sprout Social
HubSpot
কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট
কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট (সিআরএম) হল একটি ব্যবসায়িক স্ট্রাটেজি যা কাস্টমারের সাথে লংটাইম সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ব্যবহৃত হয়। এটি কাস্টমারদের সকল তথ্য সংগ্রহ করা থেকে শুরু করে, বিশ্লেষণ ও ব্যবহার করে গ্রাহকদের সাথে যোগাযোগ স্থাপন করা ও মার্কেটিং এর জন্য ব্যবহৃত হয় এছাড়াও এটি কাস্টমারের এক্সপেরিয়েন্স বাড়াতে সহায়তা করে।
বর্তমানে সিআরএম এর জন্য অনেক পপুলার টুলস আছে। যেগুলো ব্যবহার করে ব্যাবসা পরিচালনার সকল কিছু কর যায়। যেমন:
HubSpot
Salesforce
Zoho
Zendesk
Pipedrive
পার্সোনালাইজড কনটেন্ট ডেলিভারি
মার্কেটিং অটোমেশনের মাধ্যমে কাস্টমারের আচরণ, পছন্দ, ইত্যাদি রিয়েল-টাইমে ট্র্যাক করে তাদের পছন্দ সাথে মিলে এমন কন্টেন্ট বা পণ্য দেখানো হয়।
উদাহরণস্বরূপ, বিভিন্ন ই-কমার্স সাইটে দেখা যায় যে একটি নির্দিষ্ট পণ্য এর প্রতি আগ্রহ দেখালে ওয়েবসাইট সিস্টেম অটোমেটিক্যালি ঐ পণ্য এর ভিন্ন ব্র্যান্ড বা ক্যাটাগরি সাজেস্ট করে। সুতরাং আপনি এমন একটি অটোমেশন সেট করে রাখবেন যেটি এই কাজটি অটোমেটিক্যালি করতে থাকবে।
ফেসবুকে এই অটোমেশনটি অনেক দেখা যায়। যেমন: একজন ইউজারকে তার পছন্দ হবে এমন কন্টেন্ট দেখায় যার কারণে ইউজার অনেক সময় ধরে ফেসবুক ব্যবহার করে থাকে।
বেষ্ট পার্সোনালাইজড কনটেন্ট ডেলিভারি সফটওয়্যার এর মধ্যে এগিয়ে আছে।
Oracle Marketing
Adobe Experience Cloud
DynamicYield
OptinMonster
Insider
লিড স্কোরিং এন্ড নার্চারিং
অন্য দিকে লিড স্কোরিং হল সম্ভাব্য গ্রাহকদেরকে স্কোর দেয়া। এই স্কোরটি দেয়া হয় গ্রাহকের আচরণ, ডেমোগ্রাফিক তথ্য এবং অন্যান্য বিষয়ের উপর। উচ্চ স্কোরযুক্ত লিডের পণ্য ক্রয় করার সম্ভাবনা বেশি থাকে।
অন্যদিকে, লিড নার্চারিং হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে সম্ভাব্য গ্রাহকদের বিভিন্ন মার্কেটিং কেম্পেইন এর মাধ্যমে তাদের পণ্য ক্রয় করানো হয়। এতে বিভিন্ন ধরনের মার্কেটিং কন্টেন্ট ব্যবহার করা হয়, যেমন ইমেইল, সোশ্যাল মিডিয়া পোস্ট, এবং ওয়েবিনার।
লিড স্কোরিং এবং নার্চারিং মডেল তৈরী করতে আপনার প্রয়োজন পরবে ভালো একটি সিআরএম টুলস এর।
লিড স্কোরিং এবং নার্চারিং এর জন্য সেরা সিআরএম হল:
HubSpot
Salesforce
Zoho
Zendesk
মার্কেটিং-এ এআই এবং অটোমেশন ব্যবহারের চ্যালেঞ্জগুলি কী কী?

নিরাপত্তা
এআই বায়াসড
জটিলতা এবং ব্যয়বহুল
পরিশেষে
মার্কেটিং অটোমেশন এর চ্যালেঞ্জগুলি খুব সহজেই মোকাবেলা করা সম্ভব। একজন এক্সপার্ট রেভঅপস (RevOps) স্ট্রাটেজিস্ট বা দক্ষ মার্কেটিং এজেন্সি হায়ার করার মাধ্যমে চ্যালেঞ্জগুলি মোকাবেলা করতে পারেন। এছাড়াও মার্কেটিং অটোমেশন ইমপ্লিমেন্টশন-এ সবথেকে ভালো সিদ্ধান্ত হল সিআরএম (CRM) এক্সপার্ট হায়ার করা। এতে আপনার ব্যবসার মার্কেটিং-কে এবং সেলস প্রসেসকে অন্য লেভেলে নিয়ে যেতে পারেন।
As a Hubspot Automation Developer at Hubxpert, I specialize in API integration, seamlessly connecting HubSpot with third-party applications. My role encompasses understanding client needs, crafting custom code solutions, and ensuring the smooth operation of our automation workflows. I actively address any HubSpot integration challenges and stay updated with the platform's latest advancements. My dedication ensures clients harness the full potential of HubSpot.

Tanzinul Kabir
Table of Contents:
Subscribe to our newsletter

CRM এবং মার্কেটিং অটোমেশন
বর্তমান সময়ে CRM এবং মার্কেটিং অটোমেশন ব্যবসা বৃদ্ধিতে বেশ গুরুত্ব পেয়েছে। CRM এবং মার্কেটিং অটোমেশন ব্যবহার করে কিভাবে ব্যবসায়ের উন্নতি করবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ব্লগে।

ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর আদ্যোপান্ত
ব্লগটি ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা। ব্যবসার সাফল্যে বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দিকগুলো জানতে পারবেন এই ব্লগটিতে।

বাংলাদেশি স্টার্টআপ এর জন্য সেরা সিআরএম (CRM)
বাংলাদেশি স্টার্টআপদের জন্য সেরা সিআরএম বেছে নেওয়ার ক্ষেত্রে HubSpot, Zoho, GoHighLevel ও Salesforce এর গুরুত্বপূর্ণ ফিচার ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ব্লগে।

টপ ই-কমার্স ট্রেন্ডস ২০২৫
২০২৫ সালের টপ ই-কমার্স ট্রেন্ড এবং সেগুলোর কার্যকারীতার বিস্তর আলোচনা করা হয়েছে এই ব্লগ-এ, আপনার ব্যবসার ধরণ অনুযায়ী কৌশলগুলো ইমপ্লিমেন্ট করুন।

ফ্রি লিড ম্যাগনেট ফানেল গাইড: ২০৩০ এর মার্কেটিং
লিড ম্যাগনেট ফানেল কীভাবে তৈরি ও প্রোমোট করবেন এবং এর মাধ্যমে কিভাবে কাস্টোমার বেইজ বাড়াবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা। বিজনেসে সফল হতে এই গাইডটি অনুসরণ করুন।

হাবস্পট (HubSpot) এর ১০ টি গুরুত্বপূর্ণ ফিচার
HubSpot এর এই ১০টি গুরুত্বপূর্ণ ফিচারের মাধ্যমে আপনার ব্যবসার পরিধি বাড়ান এবং সেলস, মার্কেটিং ও কাস্টমার সাপোর্ট আরো সহজ করুন।
-
CRM এবং মার্কেটিং অটোমেশন
Discover how businesses are using HubSpot to streamline marketing efforts, boost lead generation, and drive sustainable growth through data-driven strategies.
General -
ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর আদ্যোপান্ত
Discover how businesses are using HubSpot to streamline marketing efforts, boost lead generation, and drive sustainable growth through data-driven strategies.
General -
বাংলাদেশি স্টার্টআপ এর জন্য সেরা সিআরএম (CRM)
Discover how businesses are using HubSpot to streamline marketing efforts, boost lead generation, and drive sustainable growth through data-driven strategies.
General -
টপ ই-কমার্স ট্রেন্ডস ২০২৫
Discover how businesses are using HubSpot to streamline marketing efforts, boost lead generation, and drive sustainable growth through data-driven strategies.
General -
ফ্রি লিড ম্যাগনেট ফানেল গাইড: ২০৩০ এর মার্কেটিং
Discover how businesses are using HubSpot to streamline marketing efforts, boost lead generation, and drive sustainable growth through data-driven strategies.
General -
হাবস্পট (HubSpot) এর ১০ টি গুরুত্বপূর্ণ ফিচার
Discover how businesses are using HubSpot to streamline marketing efforts, boost lead generation, and drive sustainable growth through data-driven strategies.
General